ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানাডায় তিন ঘণ্টায় শেষ টিকিট, বাড়তি কনসার্ট করল আর্টসেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ১৯, ২০২৪
কানাডায় তিন ঘণ্টায় শেষ টিকিট, বাড়তি কনসার্ট করল আর্টসেল

ব্যান্ডের ২৫ বছর পূর্তিতে কানাডার টরন্টো, হ্যামিল্টন, উইনিপেগ, ভ্যাঙ্কুভারে পাঁচটি কনসার্ট করেছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। ভ্যাঙ্কুভারে কনসার্টের টিকিট মাত্র তিন ঘণ্টার ব্যবধানে শেষ হয়ে যায়।

টিকিট না পেয়ে হতাশা দেখা যায় অনেকের মাঝে।  

এমন পরিস্থিতিতে পরদিন আরেকটি কনসার্টের আয়োজন করতে বাধ্য হন আয়োজকেরা।  

জানা গেছে, চলতি মে মাসেই কানাডার রিজাইনা, সাসকাটুন, সেইন্টজনস নিউ ফাউন্ড ল্যান্ড ও হ্যালিফ্যাক্সে আরও চারটি কনসার্ট করবে আর্টসেল।

কানাডায় আর্টসেলের এমন জনপ্রিয়তা দেখে অভিভূত ব্যান্ড সদস্যরা।

ব্যান্ডটির গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদ বলেন, ‘কানাডায় এখন পর্যন্ত আমরা যতগুলো শো করেছি, সবগুলোই সোল্ড আউট যাচ্ছে। কনসার্টে ভক্ত–শ্রোতাদের আর্টসেলকে নিয়ে মাতামাতি দেখে আমরা রীতিমতো অভিভূত। ’

আরেক গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল বলেন, সত্যি আশ্চর্যজনক। আমরা অভিভূত, আনন্দিত। কনসার্টগুলোতে দেখেছি শ্রোতারা সবাই আমাদের সঙ্গে সব গান গলা মিলিয়ে গাইছে। পুরোনো সব গানের জন্য অনুরোধ এসেছে একটার পর একটা। এ যেন কানাডায় নয়, দেশেই কনসার্টগুলো হয়েছে এমন অনুভূতি।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।