আলেহান্দ্রা রদ্রিগেজ পেশায় সাংবাদিক ও আইনজীবী। কেবল এখানেই শেষ নয় ৬০ বছর বয়সে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নির্বাচনী ধাপে নেমে সবাইকে তাক লাগিয়েছেন।
এই নারীর স্বপ্ন ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্সে প্রতিযোগিতা করার। সেই স্বপ্নপূরণ করতে তাকে মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় জিততে হতো। তবে রদ্রিগেজ তা করতে পারেননি। ফলে এবার অন্তত তার মিস ইউনিভার্সের মূল মঞ্চে লড়াই করা হচ্ছে না। জাতীয় পর্যায়ে হেরে গেলেও হতাশ নন ওই নারী।
তিনি বলেন, সুন্দরী প্রতিযোগিতায় তার এ অসাধারণ যাত্রা বয়স্ক নারীদের নিয়ে ‘সমাজের মনোভাব বদলে ফেলার প্রথম পদক্ষেপ’।
১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স খেতাব জিতেছিলেন রদ্রিগেজ।
আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এএটি