ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাত, গ্রেপ্তার অভিনেতা নিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ৩, ২০২৪
প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাত, গ্রেপ্তার অভিনেতা নিক

সাবেক প্রেমিকা অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হলিউড অভিনেতা নিক পাসকোয়াল।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৩ মে ভোর সাড়ে ৪টার আগে অ্যালি শেহর্নের শ্যাডো হিলসের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করেন নিক পাসকোয়াল এবং প্রেমিকা শেহর্নকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এরপর ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান।

পরে সিনেমার শুটিংয়ের সকালে ক্যালিফোর্নিয়া থেকে পালিয়ে যান। এর পর টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্টে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এদিকে, নিকের ছুরিকাঘাতে আহত অ্যালি শেহর্নে অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ‘রেবেল মুন-১’ ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে দেখা গেছে নিক পাসকোয়ালকে। এ ছাড়া কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ও ‘এ ডেমন’-এর ‘ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’।

অন্যদিকে, ৩৫ বছর বয়সী অ্যালি শেহর্ন হলিউডের একজন মেকআপ শিল্পী।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।