ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সীমানার প্রথম জানাজা সম্পন্ন, চিরনিদ্রায় শায়িত হবেন নকলায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২৪
সীমানার প্রথম জানাজা সম্পন্ন, চিরনিদ্রায় শায়িত হবেন নকলায়

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে। দুপুর ১২টা ১৫ মিনিটে এই নামাজে জানাজা সম্পন্ন হয়।

প্রথম জানাজা শেষে সীমানার মরদেহ যাচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলাতে। সেখানে তার মরদেহ দাফন করা হবে।

সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

প্রায় ১৪ দিন অচেতন ছিলেন সীমানা। গেল মাসে তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আশানুরূপ উন্নতি হয়নি বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে মঙ্গলবার (০৪ মে) ভোর ছয়টায় সীমানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে সীমানার পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে ২০২৩ সালে কাজে ফিরেছিলেন সীমানা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।