ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
চলে গেলেন হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

হলিউডের কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। গত বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মারা যান তিনি।

 

এই অভিনেতার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তার ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।  

‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ’ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসিত হয়েছিলেন। এছাড়া ‘দ্য ডার্টি ডজনস’, ‘এমএএসএইচ’ এবং ‘ক্লুটে’ সিনেমায় অভিনয় করেন তিনি।

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।