ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
পুত্র সন্তানের  বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম। বুধবার (১০ জুলাই) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

চাষি আলম বলেন, গত রাতে একটি হাসপাতালে আমর স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।

নবজাতকের নাম প্রসঙ্গে চাষি আলম একটি সংবাদমাধ্যমে বলেন, ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্র সন্তানের  বাবা হয়েছি।

গেল বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন চাষি আলম। বর্তমানে ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।