ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পকলা থেকে বের করে দেওয়ায় কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
শিল্পকলা থেকে বের করে দেওয়ায় কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

চুক্তিভিত্তিক নিয়োগে ২০২৩ সালের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজ কর্মস্থলে যান তিনি।

অফিসে গিয়েই উত্তেজিত কর্মচারীদের মুখোমুখি হয়েছেন। পরবর্তীতে তিনি অফিস ছাড়তে বাধ্য হন।

সেখান থেকে বের হয়ে বিকেলে ফেসবুক লাইভে কথা বলেন জ্যোতিকা জ্যোতি। কথার বলার একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি।  

শিল্পকলা একাডেমি তাকে বের করে দেওয়া প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে ২ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করছিলাম। এখন পর্যন্ত আমার চাকরিটা আছে। চুক্তি বাতিল হয়নি। গত দুই মাসে দেশের চলমান অবস্থার মধ্যেই শিল্পকলায় নতুন ডিজি এসেছে। তাই মনে হয়েছে অফিসে যাওয়া প্রয়োজন। কিন্তু একাডেমিতে প্রবেশের পর পরিস্থিতি খারাপ লক্ষ্য করেছি। অনেক মানুষ সেখানে চিৎকার করছিলেন। পরে ডিজির সঙ্গে দেখা করি। পরিস্থিতির বিবরণ দিয়ে তিনি আমাকে বেরিয়ে আসতে বললে আমি সেখান থেকে চলে আসি।

তিনি আরও বলেন, আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। কারণ, আমি তো দায়িত্বে আছি। আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি কেন অফিসে আসবো না! আমাদের দেখার পর তারা যে এমন মারমুখী হবে সেটা চিন্তাও করিনি।

আওয়ামী লীগের সমর্থন করলেও আওয়ামী লীগ সরকার থেকে কোনো ধরণের সুবিধা নেননি বলে জানান এই অভিনেত্রী। তার কথায়, আমি যখন থেকে বোঝা শিখেছি, তখন থেকে একটা সরকারকে দেখেছি। সেটা আওয়ামী লীগ সরকার। সরকার বদলের সঙ্গে সঙ্গে যে একটা রাষ্ট্রীয় শিল্পকলার পদ বদলে যায় আমার চোখে এটাই প্রথম। আমি কোনো দলের সুবিধা নিয়ে এই পদে আসিনি। বিশেষ করে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এই পদে আসিনি। এই ধারণাটা মিথ্যা। কীভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আমিই জানি।

এরপর শিল্পকলায় নিজের চাকরি পাওয়ার সূত্র টেনে জ্যোতিকা জ্যোতি বলেন, আমার মূল পেশা অভিনয়। ভেবে নিয়েছিলাম আমি সারাজীবন অভিনয় করবো। কিন্তু অভিনয়ে সিন্ডিকেটের কারণে আমি যখন কাজ পাইনি তখন দুইজনকে আমার বায়োডাটা দিয়ে অনুরোধ করেছি একটা চাকরির ব্যবস্থা করে দেন। তখনও আমি জানতাম না আমার কী চাকরি হবে। সরকারি চাকরিতে এমন চুক্তিভিত্তিক চাকরি আছে সেটা আমার বেলায় এসে বুঝেছি। এরপর আমাকে নিয়ে তদন্ত হয়েছে। আমি যদি সরকারি সুবিধা নিতাম তাহলে একদিনেই এই পদ থেকে আমাকে বসিয়ে দেওয়া যেতো। সেটা কিন্তু হয়নি।  

চাকরিতে সুযোগ পেয়ে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন বলে দাবি করেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, আমি যখন শিল্পকলা একাডেমির দায়িত্ব গ্রহণ করি তখন সেখানে একটা এলোমেলো অবস্থা বিরাজ করছিল। কেউ সঠিক সময়ে অফিস করতেন না, দায়িত্বের প্রতি প্রত্যেকের অবহেলা ছিল। আমি কিন্তু সেখানে নিয়মিত ছিলাম। নিজের জায়গায় সৎ থেকে কাজগুলো করে যেতে চেয়েছি। কিন্তু আজ সেই জায়গা থেকেই আমাকে বিতাড়িত হতে হলো।

এরপর কাঁদতে কাঁদতে তিনি বলেন, যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু আমি এই দেশের জন্য দিয়েছি। আমি কখনোই ভাবিনি এই দেশ ছেড়ে আমি কোথাও যাব। এই দেশের একজন মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য কেনো? ক্ষমতা বা এই চেয়ার আমার উদ্দেশ্য ছিল না।

এদিকে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, জ্যোতিকা জ্যোতি এসেছিলেন শিল্পকলা একাডেমিতে। তাকে আটকে রাখা বা এমন কোনো ঘটনা ঘটেনি। উনি নিজের জিনিসপত্র নিতে এসেছিলেন, তারপর চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।