ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১০ বছরের ছোট স্বামী, বিয়ে ভাঙছে ঊর্মিলার?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
১০ বছরের ছোট স্বামী, বিয়ে ভাঙছে ঊর্মিলার?

বিয়ে ভাঙছে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের। দীর্ঘ ৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন নব্বই দশকের এই নায়িকা।

১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।

বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর কাছের সূত্রের মতে, অনেক ভেবেচিন্তেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আদালতে ডিভোর্সের আবেদনও করছেন তিনি। শোনা যাচ্ছে, মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। সঠিক কারণ এখনও জানা যায়নি।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন ঊর্মিলা। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাদের। শুধু অন্য ধর্মে বিয়ে করার জন্য নয় বয়সের পার্থক্য নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল তাদেরকে।

তবে এত দিন ধরে সবাই জেনে এসেছিলেন যে তাদের সুখী দাম্পত্য। তাদের কোনও কলহের কথা কখনো প্রকাশ্যে আসেনি। তাই ডিভোর্সের প্রসঙ্গে প্রকাশ্যে আসার পর ভক্তরা অবাক।

কাশ্মীরের ব্যবসায়ী মহসিন সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও তিনি মডেলিং করেছেন। তাদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইয়ের মেয়ের বিয়েতে। তার দুই বছর পর বিয়ে করেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।