ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

আবারও একসঙ্গে দেখা যাবে সাইফ-কারিনাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, সেপ্টেম্বর ২৭, ২০২৪
আবারও একসঙ্গে দেখা যাবে সাইফ-কারিনাকে

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে দেখা গেছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’-এ শেষবার জুটি বেঁধেছিলেন তারা।

আবারও নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমায় অভিনয় করবেন সাইফ-কারিনা। এই তারকা দম্পতিকে নাকি দেখা যাবে খল চরিত্রে। ইতোমধ্যেই ‘স্পিরিট’ নামের সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সন্দীপ।

শোনা যাচ্ছে, সিনেমাতে প্রধান চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী তারা প্রভাসকে। এতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও কারিনার কাছে। এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক।

প্রভাসের সঙ্গেও এটি প্রথম সিনেমা হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,  ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।