ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে রজনীকান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
হাসপাতালে রজনীকান্ত

হাসপাতালে ভর্তি ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতেই অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে সোমবার রাত থেকেই।

সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ সিনেমার শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকেই তার হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে। আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম সিনেমা হতে চলেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।