ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার রিয়ার নামে জালিয়াতির অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এবার রিয়ার নামে জালিয়াতির অভিযোগ

বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরইমধ্যে আবারও বিপাকে এই অভিনেত্রী।

জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে।  

সমস্যার সূত্রপাত একটি অ্যাপ নিয়ে। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ।

এর আগেও রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবুও সামাজিকমাধ্যমে অসংখ্য অনুরাগী তার। উল্লিখিত অ্যাপের মুখ ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।  

তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

জানা যায়, অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপটি বাজারে এসেছিল। একাধিক তারকা এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।