ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইচ্ছে ছিল নির্বাচনের, অথচ নিজেকে ‘অরাজনৈতিক’ দাবি শাকিব খানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
ইচ্ছে ছিল নির্বাচনের, অথচ নিজেকে ‘অরাজনৈতিক’ দাবি শাকিব খানের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নয়ন নিতে চেয়েছিলেন শাকিব খান। ২০১৮ সালের ১০ নভেম্বর সে ঘোষণাও দিয়েছিলেন।

গাজীপুরের একটি আসন থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। পরদিন মনোনয়ন ফরম সংগ্রহের কথা ছিল।

পরদিন অবশ্য দেশের শীর্ষ ইংরেজি পত্রিকার বাংলা ভার্সনে বলেছিলেন, গতকাল পর্যন্ত আমার নির্বাচন করার ইচ্ছে ছিল। দলীয় হাইকমান্ড থেকে অনেকেই চেয়েছিলেন আমি যেন নির্বাচনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। বিষয়টি নিয়ে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নির্বাচন করার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আমার ভক্তদের অনেককেই কষ্ট পেতে দেখলাম। তারা চাচ্ছেন না আমি নির্বাচন করি। ভক্তরা আপাতত আমাকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে বলছেন।

নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢালিউড সুপারস্টার। সামাজিকমাধ্যমে দিয়েছেন ভিডিও বার্তাও। অথচ এবার ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে ‘অরাজনৈতিক মানুষ’ বলে দাবি করলেন তিনি।  

আনন্দবাজার অনলাইনে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন কেমন আছেন প্রশ্নের জবাবে ঢালিউড সুপারস্টার বলেন, খুব ভালো আছি। আমার কোনো অসুবিধা নেই। আমি একজন অরাজনৈতিক মানুষ। সবসময় দেশ ও দেশের মানুষের পক্ষে।

একই সাক্ষাৎকারে শাকিব কথা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিদেশে অবস্থান নিয়েও। বিষয়টির ব্যাখ্যাও দেন তিনি। শাকিব খানের ভাষ্য, আমার সামাজিকমাধ্যমের পাতাটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশে গন্ডগোলের আগেই দুবাই সরকার থেকে আমাকে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সি দেওয়ার আমন্ত্রণ জানায়। আগে থেকে পরিকল্পনা ছিল দুবাইয়ের কাজ সেরে ছুটি কাটানোর জন্য দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকব।

যোগ করে তিনি বলেন, ওখানে আমার একটা বাসস্থানও রয়েছে। দুবাই গিয়ে প্রথম জানতে পারি দেশের এমন অবস্থা। তৎক্ষণাৎ আমি আমার সামাজিকমাধ্যমে দেশ ও মানুষের পক্ষে থাকার কথা জানিয়েছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় একাধিকবার মানুষের পক্ষে সমর্থন দিয়ে পোস্ট দিয়েছি। আগেও বলেছি, আমি অরাজনৈতিক মানুষ। সব সময় দেশ ও মানুষের পক্ষে এবং তাদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি।

এদিকে, দুই দিন আগে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’র টিজার প্রকাশ করেছে নির্মাতা অনন্যা মামুন। তিনি জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শাকিব।  

তিনি বলেন, সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।