ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হাওয়া’র পর সুমনের নতুন সিনেমার নায়িকাও তুষি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
‘হাওয়া’র পর সুমনের নতুন সিনেমার নায়িকাও তুষি!

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর এই নির্মাতা ফিরলেন নতুন সিনেমা নির্মাণে।

ইতোমধ্যেই নিজের পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান সুমন। তার এবারের সিনেমার নাম ‘রইদ’।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘রইদ’, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতের মিল না হওয়ায় সিনেমাটির অনুদার ফেরত দেন জয়া। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্‌স।  

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে, শুক্রবার (১৮ অক্টোবর) শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুটিং শেষ হচ্ছে। সুমনের প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও নায়িকা থাকছেন নাজিফা তুষি। আর পাত্র হিসাবে আছেন মোস্তাফিজুর নুর ইমরান।

তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনও আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।