ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

বিনোদন

শাহরুখের জন্মদিনের পার্টিতে চমক, অতিথি থাকছেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
শাহরুখের জন্মদিনের পার্টিতে চমক, অতিথি থাকছেন যারা

গত তিন দশকের বেশি সময় ধরে বলিউডে একচ্ছত্র আধিপত্য শাহরুখ খানের। বলিউডের বেতাজ বাদশাহ বলা হয় তাকে।

গুনে গুনে জীবনের ৫৮ বসন্ত পার করছেন কিং অব রোমান্স। আসছে ২ নভেম্বর ৫৯ বছরে পা রাখবেন তিনি।  

আর দিনটি শাহরুখ ভক্তদের কাছে বিশেষ কিছু। কারণ, প্রিয় তারকার শুভ জন্মদিন বলে কথা।

আর জন্মদিনে ভক্তদের দেখা দেন শাহরুখ। নিজ বাড়ি মান্নাতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে। আর শাহরুখকে এক ঝলক সামনে দেখতে ভিড় জমান তার হাজার হাজার অনুরাগী।  

অদূরে দাঁড়িয়েই ভক্ত-অনুরাগীদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়েন শাহরুখ। চিরচেনা ভঙ্গিতে দুই হাত উজাড় করে দাঁড়ান বারান্দায়।  

প্রতি জন্মদিনেই ভক্তদের জন্য এই বিশেষ আয়োজনটি রাখেন শাহরুখ।

জানা গেছে, এবার এই বিশেষ কাজটি ছাড়াও বড় পরিসরে জন্মদিন করতে যাচ্ছেন শাহরুখ। আর সে উপলক্ষে বড় এক পার্টির আয়োজনের পরিকল্পনা চলছে কিং খানের মান্নাতে। পার্টির সব কিছুর পরিকল্পনাকারী শাহরুখপত্নী গৌরী খান।  

শোনা যাচ্ছে, শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

আরো জানা যাচ্ছে, শাহরুখের এই জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান।  

তবে পার্টির সেরা আর্কষণ বা চমক হচ্ছে, শাহরুখতনয়া  সুহানা ও  পুত্র আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।