ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ‘কালচারাল ফেস্ট’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
আবারও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ‘কালচারাল ফেস্ট’ 

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের প্রতিভার লড়াই ‘কালচারাল ফেস্ট ২.০’। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে এই উৎসবের আয়োজন হচ্ছে।

ইভেন্ট বক্সের এই আয়োজনে নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দেশের স্বনামধন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে দর্শক মাতাবে পাঁচটি ব্যান্ড- ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও  শিরোনামহীন।    

এবারের আয়োজন নিয়ে ইভেন্ট বক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, প্রতিভাবান তরুণদের শিল্প ও প্রতিভা বিকাশের প্লাটফর্ম কালচারাল ফেস্ট গত বছরই জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিভা অংশ নিতে যাচ্ছে এই প্রতিযোগিতায়। বিচারক হিসাবে চার বিভাগে থাকছেন দেশের স্বনামধন্য ও সম্মানিত চার জন শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব। যাদের মধ্যে একজন নৃত্যশিল্পী, একজন কন্ঠশিল্পী, একজন পরিচালক এবং একজন চিত্রশিল্পী থাকবেন।  

দিনব্যাপী এই আয়োজনে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে সকাল ৯ টার দিকে। ফেস্ট শুরুর সময় সকাল ১০টা এবং কনসার্ট শুরু হবে বিকাল ৪ টায়। ইভেন্ট বক্স এর অনলাইন প্লাটফর্ম থেকে টিকেট কেনা যাচ্ছে ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।