ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পক্ষপাতিত্ব করলে কোন একদিন এর জবাবদিহি করতে হবে: নাঈম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
পক্ষপাতিত্ব করলে কোন একদিন এর জবাবদিহি করতে হবে: নাঈম

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ জুরি বোর্ডের সদস্য হয়েছেন চিত্রনায়ক নাঈম। গেল ৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এবারের জুরি বোর্ডের মোট সদস্য ১১ জন। এছাড়াও আছেন একজন সভাপতি ও একজন সদস্য সচিব। মোট ১৩ জন ২০২৩ সালের বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ ২৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জনদের চুড়ান্ত করে পুরস্কার প্রদানের জন্য সুপারিশ করবেন। সে ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জুরি বোর্ডেকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী দুই মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে প্রতিবেদন দাখিল করবে। চিত্রনায়ক নাঈম যখন সিনেমা প্রযোজনা করতেন শুধুমাত্র তখনই ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযাজক সমিতি’র সদস্য ছিলেন টানা তিন/চার বছর। এছাড়া আর কখনো কোথাও তিনি কোনো পদের জন্য নির্বাচন করেননি কিংবা সদস্যও ছিলেন না।

নাঈম বলেন, রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি যথাযথ ভাবেই পালন করার শতভাগ চেষ্টা করব। যেহেতু আমি সিনেমাতে শুধু অভিনয় করিনি, পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি, গল্প নিয়ে পরিচালকের সঙ্গে, কাহিনীকারের সঙ্গে বসেছি, সিনেমা এডিটিং-এর সময় এডিটরের সঙ্গে বসেছি, মিউজিকের কাজ করার সময় বসেছি, দেশের অনেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করেছি। তাই অভিনয়ের বাইরে সিনেমার নানান দিক সম্পর্কে আমি মোটামুটি বেশ ভালো জানি বা বুঝি। তাই আমি আমার ওপর এই অর্পিত দায়িত্ব ঠিকঠাকে ভাবে পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আমি যদি ভুল বিচার করি, পক্ষপাতিত্ব করি তবে আমাকে এর জবাবদিহি করতে হবে কোন একদিন। তাই আমি আমার কাজটা ইনশাআল্লাহ শতভাগ সততার সঙ্গেই করব। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমাকে দিয়েছেন।

নাঈম জানান, তিনি নিজেও কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। কেন পাননি, এর জবাবে তিনি জানান, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কখনোই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া হতো না। কারণ সেই সময় ভাবনাটা এমনই ছিল যে সিনিয়রদের সিনেমাই হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে।

নাঈম অভিনীত প্রথম সিনেমা ছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিলো আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’। ভালো গল্প পেলে নাইম অভিনয় করবেন, এমনটাও বলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।