ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ইন্ডাস্ট্রিতে আগের মতো কাজের গতি নেই: দীপা খন্দকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ইন্ডাস্ট্রিতে আগের মতো কাজের গতি নেই: দীপা খন্দকার

অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মাঝে কাজে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনও বিরতি নেননি।

সেটা হোক বিয়ের পর কিংবা সন্তান হবার পর। যতোটুকু সময় সংসারের প্রয়োজনে কিছুদিন বিরত থাকতে হয়, ঠিক ততোটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন।

নিয়মিত কাজে থাকার মধ্যদিয়েই তিনি অভিনয় করে গেছেন। এখনও তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন।

গেল চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরইমধ্যে গেলো সপ্তাহে বিটিভিতে প্রচারিত হয়েছে তার অভিনীত খন্ড নাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি’। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। নাটকের গল্প মূলত তাকেই কেন্দ্র করে। নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে ভীষণ ভালোলেগেছে দীপা খন্দকারের।

এদিকে আপাতত কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না দীপা খন্দকার। তবে দীপা জানান, ধারাবাহিক নাটকে অভিনয় করতেই তার ভীষণ ভালোলাগে।

নিজের বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তারপরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই যে দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি।

এই অভিনেত্রী আরও বলেন, এ ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিনী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি। অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।