ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নাটক লিখে পুরস্কৃত ফরিদুল ইসলাম রুবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
নাটক লিখে পুরস্কৃত ফরিদুল ইসলাম রুবেল

এই সময়ের নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। পাশাপাশি যুক্ত আছেন নির্মাণের সঙ্গেও।

'মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস' নামের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি।

তার লেখা আলোচিত নাটকের মধ্যে একটি ‘স্বামী বন্ধক’। এবার নাটকটির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি।  

সম্প্রতি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান রুবেল। দর্শক নন্দিত ও নির্বাচকদের বিচারে শ্রেষ্ঠ গল্প হওয়ায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।  

এ বিষয়ে রুবেল বলেন, আমরা যারা নাটক লিখি কিংবা নির্মাণ করি, সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের রথযাত্রা আরও শাণিত হয় যখন তার ফলস্বরূপ স্বীকৃতি পাওয়া যায়। এই পুরস্কার পরবর্তী কর্মের পাথেয় হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, ‘স্বামী বন্ধক’ নাটকটি নির্মাণ করেন পলাশ মণি দাস। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান।  
আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, হাসিমুন, ফরিদ হোসাইন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।