ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এবার শাকিবকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এবার শাকিবকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’

রায়হান রাফী পরিচালিত ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ‘তুফান’-এর সিক্যুয়েল কবে আসবে সে  প্রশ্ন সিনেপ্রেমীদের। গত ঈদুল আজহায় এই সিনেমা দিয়ে দেশ-বিদেশ মাতিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

 

অনেকের ধারণা, এবারের ঈদুল ফিতরেই ‘তুফান-২’ দেখা যাবে প্রেক্ষাগৃহে।  

তবে এই খবরের আগেই নতুন সুখবর এলো সিনেমাপাড়ায়।  তুফান’র সিক্যুয়েলের আগে ‘তাণ্ডব’ নামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। মুখ্য চরিত্রে দেখা যাবে শাকিবকেই।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। ’

জানা গেছে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এই নায়ক।  

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা মারওয়া, এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির পরিচালক অনন্য মামুন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।