ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত যন্ত্রসঙ্গীত উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত যন্ত্রসঙ্গীত উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী সারাদেশে চলছে নানা অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দেশের ৬টি বিভাগীয় শহরে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসঙ্গীত উৎসব।

রোববার চট্টগ্রামের বিভাগে যন্ত্রসঙ্গীত উৎসবের সমাপনী আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

শনিবার সন্ধ্যার আয়োজন অনুষ্ঠিত হয়েছে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং বরিশালে। একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের সমন্বয়ে জেলা শিল্পকলা একাডেমিগুলোর ব্যবস্থাপনায় সারাদেশে এ উৎসব আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক বিভাগের জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের শিল্পীরা এই উৎসবে পরিবেশনা উপস্থাপন করেছেন।

জেলা, উপজেলা ও বিভাগীয় যন্ত্রসঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা ও উৎসাহ প্রদানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ উৎসব আয়োজন। বিভাগগুলোর মধ্যে সিলেটের চাঁদনী ঘাট, ক্বীন ব্রিজ চত্ত্বর; রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠ, টাউন হল চত্বর; রাজশাহীতে লালন শাহ মুক্ত মঞ্চ; ময়মনসিংহে বৈশাখী মঞ্চ-২, শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক; খুলনায় শহীদ হাদিস পার্ক মুক্তমঞ্চ এবং বরিশালে বেলস্ পার্কে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি আয়োজনে কমপক্ষে ৫৫-৮০ জন যন্ত্রশিল্পী যৌথ ও এককভাবে তাদের পরিবেশনা উপস্থাপন করেছেন।

ময়মনসিংহে বৃন্দ তবলা পরিবেশন করে ১৭ জন শিশুশিল্পী, এছাড়া বৃন্দ ঢোল বাদন, একক বেহালা বাদন, সারিন্দা-খমক-বেহালা বাদন, একক সেতার, অর্কেস্ট্রা, সানাই বাদন, বাঁশি বাদন উপস্থাপন করেন শিল্পীরা।

সিলেটে মাদল, বেহালা, বাঁশি, মৃদঙ্গ, গিটারসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়েছে। খুলনায় তবলার লহড়া, বাঁশি, রাগ ইমন, বেহালায় রাগ সঙ্গীত, রাগদেশ, ত্রিতাল, ভৈরবী প্রভাতী, দেশ রাগ, কাফি রাগ এর সুরের মূর্ছনা, সেতারসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন খুলনার যন্ত্রশিল্পীরা।

একইভাবে বরিশালে তবলার লহড়া, দোতারায় রাগ, ঢোল, বেহালা, কাহন, শেইকার, খমক, পারকিউশনের উপস্থাপনা উপভোগ করেন আগত দর্শনার্থী ও শ্রোতারা। রাজশাহীতে সমবেত পরিবেশনায় উপস্থাপন করা হয় ধুন, রাগ যন্ত্রে সঙ্গীত, বেঞ্জু, পিয়ানো, বাঁশি, তবলার লহড়া, বাংলার ঢোল, সরোদ, কর্নেট, পাখোয়াজ ও অনান্য যন্ত্রসঙ্গীত পরিবেশনা।

সময়ের বিবর্তনে অনেক যন্ত্রসঙ্গীত চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে, পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ্যমে সেসব সঙ্গীত যন্ত্র টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী এ আয়োজন।

এদিকে, রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় যন্ত্রসংগীত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে। বিভাগীয় যন্ত্রসংগীত শিল্পীবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।