ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রে বাবার স্মরণে গাইবেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
যুক্তরাষ্ট্রে বাবার স্মরণে গাইবেন ফাহমিদা নবী

বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর মেয়ে দেশের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তারই বাবাকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সুরের ভুবনে’ এককভাবে সঙ্গীত পরিবেশন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক সুমনা।

আগামী ১৭ ডিসেম্বর নিউ ইয়কের্র কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাহমিদা নবী জানান, তার বাবার গাওয়া সিনেমার এবং আধুনিক জনপ্রিয় গানগুলোই তিনি পরিবেশন করবেন। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো- ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমিতো আজ’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে’, ‘তোমার দু’হাত’ ইত্যাদি।

ফাহমিদা নবী বলেন, এর আগে অনেকবার যুক্তরাষ্ট্রে আসা হয়েছে আমার। নানান ধরনের আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম আমার আব্বাকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে বিধায় নিজের ভেতর সত্যিই একটা অন্যরকম সুখ, শান্তি কাজ করছে। আব্বাতো নেই বহুবছর, কিন্তু তার গান এখনও তাকে তার ভক্ত দর্শকের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে। দেশের বাইরেও বিশেষত এই যুক্তরাষ্ট্রেও আব্বার এতো ভক্ত দর্শক আছে, তা আমাকে সত্যিই পুলকিত করে। তাদের বিশেষ অনুরোধেই সুমনার এই উদ্যোগ।

এই গায়িকা বলেন, এরইমধ্যে আব্বার বহু গানের অনুরোধও চলে এসেছে আমার কাছে। অনুষ্ঠানে আব্বার গানতো গাইবোই, সেইসঙ্গে আমার নিজের কয়েকটা মৌলিক গানও গাইবো। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গানে গানে সবাইকে মুগ্ধ করার পরম চেষ্টা থাকবে।

ফাহমিদা নবী জানান মূলত এবার তিনি সেখানে একটি ফাউন্ডেশনের আহ্বানে ফান্ড সংগ্রহের জন্য পারফর্ম করতে গিয়েছিলেন। এরইমধ্যে সেই শো’তে পারফর্মও করেছেন তিনি। বাবাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন শেষে আগামী ৩১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

এদিকে ফাহমিদা নবীর ভয়েজ গ্রুমিং স্কুল ‘কারিগরী’ থেকে একের পর এক নতুন নতুন গান প্রকাশ পাচ্ছে। কারিগরী’ থেকে তার লেখা ও সুরে গান গেয়েছেন শাকিল, শাম্মী, পিলু, ফাল্গুনী, সোহেল, ফাহমিদা। গানগুলো প্রকাশ পাচ্ছে ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।