ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কর্মী সমর্থকদের নিয়ে বিএনপির সভায় কণ্ঠশিল্পী কনকচাঁপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
কর্মী সমর্থকদের নিয়ে বিএনপির সভায় কণ্ঠশিল্পী কনকচাঁপা কর্মী সমর্থকদের নিয়ে বিএনপির সভায় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

সিরাজগঞ্জ: কর্মী সমর্থক নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রুমানা মোর্শেদ কনকচাঁপা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সিরাজগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মিছিল সহকারে জেলা বিএনপির মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

 

এর আগে গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, বাধা বিঘ্ন পার করে আজকে আমরা এখানে এসেছি। আপনাদের প্রতি আমার বিশ্বাস আমরা সবাই সত্যিকার অর্থে জীবন যোদ্ধা। নিজেদের যোদ্ধারূপী অবস্থানকে মাথায় রেখেই বাকি দিনগুলো কাজ করবো। জীবন সহজ নয়, রাজনীতির মাঠ অনেক কঠিন। সেই কঠিনকে ভালোবেসেই আমরা আমাদের কাজ শুরু করলাম। আমি এখনো আমার মাতৃভূমি, দাদার বাড়ি, নানার বাড়ি যেতে পারি নাই। তারপরও এখনো আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ শিগগিরই কাজিপুরে আসছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক স্বপন, সাবেক চেয়ারম্যান রাশেদ কবির চান্দু, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজিদুর রহমান বাবলু ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ নেতাকর্মীরা।

পরে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা বিএনপির মতবিনিময় সভায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দেন কনকচাঁপা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য (এমপি) রুমানা মাহমুদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।