‘ফুল নেয়া ভাল নয় মেয়ে/ ফুল নিলে ফুল দিতে হয়/ ফুলের মতন প্রাণ দিতে হয়…’– লাইনগুলো পল্লীকবি জসীমউদ্দীনের; তার ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভাল নয়’ কবিতার। পংক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান।
গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী। পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন তিনি নিজেই। আর এই গানটি মাধ্যমে আত্মপ্রকাশ করলো ’বেঙ্গল সিম্ফোনি’ গানের দল। ১৮ জানুয়ারি সন্ধ্যায় গানটি প্রকাশ পায় অন্তর্জালে।
পরিবারের অনুমতি নিয়েই পল্লীকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী। তিনি জানান, বেঙ্গল সিম্ফোনি থেকে এখন নিয়মিতই গান পাবেন শ্রোতারা।
ইমন চৌধুরী বলেন, গেল দেড় বছর আমরা ২৫ থেকে ৩০ জন একসঙ্গে গান-বাজনা করছিলাম। সবাই মিলে তৈরি করেছি বেঙ্গল সিম্ফোনি টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।
ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর গান অপেক্ষা করছে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার। কক্সবাজারে হয়েছে গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। এর আগে তিনি ’লটারি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবারই প্রথম নির্মাণ করলেন মিউজিক ভিডিও।
কনক বলেন, ইমন চৌধুরীকে আমি একজন মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি আবার মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লীকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ-সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।
ইমন চৌধুরী ‘সাদা সাদা কালা কালা (হাওয়া)’, ‘৮টা বাজে দেরি করিস না (হাওয়া)’, ‘ধীরে ধীরে (পরাণ)’, ‘ঘোমটা খুলে বদন তুলে (গুণিন)’, ‘টেকা পাখি (দুই দিনের দুনিয়া)’, ‘তোর সাথে নামলাম রে পথে (পাপ পুণ্য)’ গানগুলোর সঙ্গে যুক্ত। এগুলো দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের কাজের বাইরে ইমন চৌধুরী কোক স্টুডিও বাংলার জন্য একটি গানের সংগীতায়োজন করেছেন। ‘কথা কইয়ো না’ শিরোনামের সেই গানটিও পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এনএটি