এক ভিডিও পোস্ট করেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। এতে তাকে শয্যাশায়ী দেখা গেছে।
কি হয়েছে এ বলিউড শিল্পীর?
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনু নিগম। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গান গেয়ে শোনাচ্ছিলেন। দর্শকদের আরও মাতিয়ে তুলতে গানের সঙ্গে নাচাও শুরু করেন। আর এতেই বিপাকে পড়েন এ কণ্ঠশিল্পী। মঞ্চে গানের তালে তালে নাচতে গিয়ে হঠাৎই পিঠে ব্যথা অনুভব করেন সোনু। প্রথমে সোনু ভেবেছিলেন, পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে পাত্তা দিতেই চাননি। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে। কোমর-পা টেনে মালিশ করা হয় তার। কিন্তু কোনো কাজ হয়নি।
ভিডিওতে শারীরিক পরিস্থিতির কথা ভক্তদের জানাতে সোনু বলেন, গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনো খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি সেই তাদের নিরাশ করতে চাই না।
কথা বলার সময় ব্যথায় কাতরাচ্ছিলেন সোনু। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি। ’
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসএএইচ