ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

বিনোদন

আবারও হাবিবের গানের মডেল স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
আবারও হাবিবের গানের মডেল স্ত্রী হাবিব ওয়াহিদ-আফসানা চৌধুরী শিফা

দেশের শ্রোতাপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যেই গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ।

শ্রাবণের কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা।

শিফা জানান, এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন তারা।

আফসানা চৌধুরী শিফা বলেন, অনেকদিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদার মানুষের সঙ্গে কাজ করতে ভালোই লাগছিল।

হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত হয়েছে ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি। ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি।

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিলগানটির কথা লিখেছেন আদিব ও নাসিফ। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব। গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।

‘রোমান্টিক লাগে’ গানটির কথা লিখেছিলেন আদিব ও নাসিফ। সুর ও সংগীতায়োজন করেছিলেন আদিব। এটি ২০২১ সালের ১২ মে হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

এদিকে, হাবিব ওয়াহিদকে নিয়ে বরেন্দ্রস্ ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি একটি কনসার্টের আয়োজন করেছিল। ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের কনসার্টে হাবিবের সংগীত উপভোগ করতে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯৯,৯৯৯ টাকা।

কনসার্টটি ছিল বিশেষ দুই দিনের একটি বিলাসবহুল ভ্রমণের অংশ। সেখানে হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট, প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্তের দৃশ্য এবং গভীর সাগরের পূর্ণিমা দেখতে পাওয়াসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন ছিল। কনসার্টটির ব্যাপক প্রচারণাও শুরু হয়েছিল সামাজিকমাধ্যমে। তবে হঠাৎ করে আয়োজক কর্তৃপক্ষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।