ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে ‘কোনো একদিন’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ফেব্রুয়ারি ১১, ২০২৫
তিন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে ‘কোনো একদিন’ 

শুরু হয়ে গেছে ঈদের নাটকের শুটিংয়ের ব্যস্ততা। ইতোমধ্যেই নির্মাতা চয়নিকা চৌধুরী শেষ করেছেন ‘কোনো একদিন’ নামের নাটকের শুটিং।

নাটকটির চমক হলো- তিন প্রজন্মের তিনজন অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে।

জানা গেছে, কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন, নন্দিত অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং এই সময়ের সৌম্য জ্যোতিকে দেখা মিলবে নাটকটিতে।

নাটকের কিছু ছবি পোস্ট করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চয়নিকা চৌধুরী জানান, শেষ হলো রঙ্গন মিউজিক প্রযোজিত ফারিয়া হোসেনের লেখা আমার পছন্দের একটি কাজ ‘কোনো একদিন’। আফজাল হোসেন ভাই আর সাদিয়া ইসলাম মৌ আপনারাই আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

এই নির্মাতা লেখেন, একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ! যত কাজ করছি আরও মুগ্ধ হচ্ছি। মৌয়ের কল টাইম মিস হয় না কেন? কী আজব? কল টাইমের আগেই আসতে হবে?

এদিকে তারকা দম্পতি বিন্দাবন দাস ও শাহনাজ খুশী দম্পতির পুত্র সৌম্যর কাজেও মুগ্ধ চয়নিকা চৌধুরী। তার ভাষ্য, সৌম্য’র সঙ্গে প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮ টায় সেটে হাজির। শেষ দিন এলো ৭টা ৪০ মিনিটে। খুব ভালো লাগলো সৌম্য, এত ভালো অভিনয়শিল্পী তুমি! আমি জানি এমন ক্লাসিক চরিত্র তোমার জন্যে এই প্রথম। কিন্ত তুমি দর্শক কাঁদাবে বলে দিলাম। তবে শতভাগ তুমি পরিচালকের শিল্পী। তোমার মা-বাবাকে ধন্যবাদ।

নাটকটির বিশেষ একটি চরিত্রে দেখা মিলবে তরুণ তুর্কি তন্নি মাহমিদ তৃণাকে। তার বিষয়ে নির্মাতা বললেন, তন্নি মাহমিদ তৃণা খুব চুপচাপ, অন টাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা, কোন পেইন পাইনি। তুমি চেষ্টা করো অনেক দূর যেতে পারবে।

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজের দুই কর্ণধারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, অনেক কৃতজ্ঞতা শাহীন আপু আর জামাল ভাই। তোমাদের সঙ্গে আরও অনেক কাজ করতে চাই। কারণ, তোমরা ভালো ভালো সৃজনশীল কাজ করতে চাও আর সম্মানিত কর একজন পরিচালককে। তোমাদের ইচ্ছাটা পূর্ণ করতে পেরে আমারও ভালো লাগলো।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।