আমরা বিচ্ছেই মানেই বুঝি তিক্ততা। বিচ্ছেদের পর যেখানে একে অন্যের মুখও দেখতে চান না, সেখানে ভিন্ন মানসিকতার উদাহারণ হলেন অস্কার জয়ী এ আর রহমান ও তার সাবেক স্ত্রী সায়রা বানু।
২০২৪ সালের নভেম্বরে স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রহমানের ২৯ বছরের সংসারে বিচ্ছেদ হয়। এরপর স্বাভাবিকভাবেই হাজারো রটনা, গুঞ্জন ছড়িয়েছিল। ডিভোর্স ঘোষণার পাঁচ দিন পর মুখ খুলে এ আর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন সায়রা বানু। এবার সায়রা বানুর কঠিন সময়ে পাশে দাঁড়ালেন এ আর রহমান।
জানা গেছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রা বানুর। সেই সময়ে প্রাক্তন স্বামীকে পাশে পেয়েছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সায়রা বানু।
সায়রা বানু ও এ আর রহমানের বিচ্ছেদ মামলা যিনি লড়ছেন, সেই বন্দনা শাহই এবার তাদের মধ্যে অনুঘটকের মতো কাজ করলেন। তার পক্ষ থেকেই ওই বিবৃতিতে জানানো হয়েছে, সায়রা বানুকে সম্প্রতি মারাত্মক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে বা যারা এই সময়ে পাশে থেকেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।
সেখানে আরও বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। ওদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ। পা
তিন মাস আগে দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন।
১৯৯৫ সালে এ আর রহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দেখাশোনা করেই নাকি বিয়ে করেছিলেন তারা। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এনএটি