ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

বিনোদন

‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’, বললেন শামিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’, বললেন শামিম

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি ও শামিম হাসান। ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়েছেন এ দুই অভিনয়শিল্পী।

এবার ভাইরাল তাদের একটি ‘বিয়ের’ ছবি। যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ-ই প্রকাশ্যে আসে ছবিটি। বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান। নেটিজেনদের প্রশ্ন তবে কি বিয়ের বন্ধনে জড়ালেন তানিয়া-শামিম? 

এদিকে আরেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের গুঞ্জনে ঘি ঢালেন তানিয়া নিজেই। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন 'থার্সডে স্টিকার'।  

নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন - বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, এরপর শামিম হাসানের সঙ্গে বিয়ে। ব্যস, এরপর থেকে শামিম-তানিয়ার বর-কনে বেশের সেই ছবির তলায় অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন কোনো তথ্য নিশ্চিত না জেনেই।

এমন পরিস্থিতিতে ভক্ত-অনুরাগীদের ভুল ভাঙালেন অভিনেতা শামিম। জানালেন, অভিনেত্রী তানিয়ার সঙ্গে তার বিয়ে হয়নি, এটি কোনো বিয়ের ছবি নয়; , একটি নাটকের শুটিংয়ের চিত্র।

যারা ভুল বুঝে শুভকামনা-অভিনন্দন জানিয়েছেন তাদের জন্য মন্তব্যঘরে শামিম হাসান লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ার্স!’ 

শামিমের সেই মন্তবের রিপ্লাইয়ে এক নেটিজেন মজা করলেন, ‘ হুম আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।  

প্রসঙ্গত, অভিনেতা আরশ খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, এমন গুঞ্জন শোবিজ অঙ্গনে। এরই মধ্যে গুঞ্জন ওঠে, অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।

কারণ, তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামিমের সঙ্গেই। এছাড়া দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। সে থেকেই তানিয়া-শামিমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমন আবহেই তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।