টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। এরপর থেকেই অপেক্ষার শুরু, কবে আসছে ‘পাঠান ২’? অবশেষে জানা গেছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করেছেন আদিত্য চোপড়া।
জানা যাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে।
একটি সূত্রের দাবি, সিকুয়েলটিকে নিছকই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। প্রথমে শোনা গিয়েছিল, যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় সিনেমার গল্পও লিখেছেন।
কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন সিনেমাটি নিয়ে। তিনি চান, প্রথম সিনেমাটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এই কাজ করার পুরো সময়ে আদিত্য যোগাযোগ রেখেছেন এসআরকের সঙ্গে। শাহরুখ নাকি সিনেমার চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।
কিন্তু চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনও ঠিক হয়নি সিনেমাটি পরিচালনা কে করবেন। ‘পাঠান’ নির্মাণ করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এই মুহূর্তে এই নির্মাতা ব্যস্ত ‘কিং’ সিনেমার কাজ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে। তাহলে ‘পাঠান ২’-তে কে হবেন পরিচালক?
আপাতত দুজন নির্মাতার নাম সামনে এসেছে। একজন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ সিনেমাটি নাকি তিনি দারুণ পরিচালনা করেছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে।
২০২৫ সালের আগস্টে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। অতিথি শিল্পীর ভূমিকায় শাহরুখকে দেখতে যে দর্শকরা উদগ্রীব থাকবেন তা বলাই যায়। তবে দর্শকদের আসল অপেক্ষা থাকবে ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এনএটি