ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

বিনোদন

বাংলাদেশি তরুণ গায়কের গায়কীতে মুগ্ধ অরজিৎ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বাংলাদেশি তরুণ গায়কের গায়কীতে মুগ্ধ অরজিৎ  অ্যাঞ্জেল নূর ও অরজিৎ সিং

দেশের তরুণ গায়ক অ্যাঞ্জেল নূর। মূলত সামাজিকমাধ্যমে কাভার গান করে আলোচনায় আসেন তিনি।

পাশাপাশি বিজ্ঞাপন, নাটক ও সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এবার তার গায়কীতে মুগ্ধ বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক অরজিৎ সিং।

অ্যাঞ্জেলের গাওয়া ‘যদি আবার’ শিরোনামের গান নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ। এর ক্যাপশনে এই গায়ক লেখেন, ‘কী দারুণ গান!’

বিষয়টি নিয়ে অ্যাঞ্জেল ফেসবুকে লেখেন, অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।

তার এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক-ভক্ত অনুসারী। অনেকে শুভকামনাও জানিয়েছেন। অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন।

সামাজিকমাধ্যমে অ্যাঞ্জেল কাভারের পাশাপাশি প্রকাশ করেন নিজের গান। ‘যদি আবার’ গানটি এনজেল নূরেই লেখা ও সুর করা। মেঘলা দিন, তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালবাসা মলিন তবুও মনে পড়ে যায়....- এমন কথায় সাজানো গানটি ২০২৪ সালের ১৪ জানুয়ারি এনজেল নূরের নিজের চ্যানেল থেকে ইউটিউবে মুক্তি পায়। ইতোমধ্যেই ২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে গানটি।  

এদিকে, সবশেষ অ্যাঞ্জেলকে দেখা গেছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায়। বর্তমানে ব্যস্ত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র নতুন মৌসুমের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।