ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

বিনোদন

ধুন্ধুমার অ্যাকশন, কার জন্য সব ‘বরবাদ’ করতে পারেন শাকিব?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ধুন্ধুমার অ্যাকশন, কার জন্য সব ‘বরবাদ’ করতে পারেন শাকিব?

মুক্তির আগেই আলোচনায় রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘বরবাদ’। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বহুল প্রতিক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই সেই আলোচনার পালে লাগলো নয়া হাওয়া।

ধুন্ধুমার অ্যাকশনে ভরা টিজার মন কেড়েছে শাকিব ভক্তদের।

১ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারের শুরুতেই সারি সারি অস্ত্রের প্রদর্শন করেছেন নির্মাতা। দেখা মেলে ক্ষুব্ধ মিশা সওদাগরের। এরপর মাদকাসক্ত শাকিব খানের উপস্থিতি। পরের দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীর গগনবিদারী চিৎকারে কেঁপে উঠে পর্দা।

টিজার এগিয়ে যায়, রহস্য ঘনীভূত হতে থাকে। প্রতিবাদেমুখর সাধারণ জনগণ। উত্তাল রাজপথ। শুরু হয় শাকিব খানের ধুন্ধুমার অ্যাকশন। সামনে আসেন ক্ষোভের আগুনে পোড়া শাকিব। প্রতিপক্ষের রক্ত নিয়ে হলি খেলায় মেতে উঠেন এই নায়ক।

শাকিবের এমন রূপ খানিকের জন্য বদলে যায়, যখন কলকাতার নায়িকা ইধিকা পাল হাজির হন। ঘনীভূত হয় এ জুটির রসায়ন। ইধিকার জন্য যেন বরবাদ করে দিতে পারেন সব। রোমান্সের পর আবার সারি সারি লাশ, লাশের পাশ থেকে উঠে দাঁড়ান ঠান্ডা মস্তিষ্কের যীশু সেনগুপ্ত। পুরো টিজারে শাকিবের লুক, অভিব্যক্তি ও রোমান্স মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের।

আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বরবাদ’ সিনেমাটি। এর বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।