ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার সিনেমা কতবার ফিল্মফেয়ার জিতেছে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
ঐশ্বরিয়ার সিনেমা কতবার ফিল্মফেয়ার জিতেছে? ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, একজন অসাধারণ অভিনেত্রী হিসেবে বিশেষভাবে পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই মানুষের মন জয় আসছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। দুইবার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার। শুধু তাই নয়, একাধিকবার নিজের সিনেমাকেও এনে দিয়েছেন এই পুরস্কার।

১৯৯৯ সালে সালমান খানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন ঐশ্বরিয়া। সঞ্জয়লীলা বানশালি পরিচালিত এই সিনেমায় নন্দিনীর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।  

একই বছর তার আরেক প্রশংসিত সিনেমা ‘তাল’। যে সিনেমায় গ্রাম্য মেয়ে মানসীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। ‘তাল’ একটি বা দুটি নয়, ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সঙ্গীত পরিচালকের পুরস্কারে এ আর রহমান, ফিমেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারে অলকা ইয়াগনিক পুরস্কৃত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল সিনেমাটি।

‘দেবদাস’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হন ঐশ্বরিয়া। ২০০২ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটি তাকে এনে দেয় দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসের ওপর নির্ভর করে সিনেমাটি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। শুধু ঐশ্বরিয়াই নন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয়লীলা বনাশালিও সিনেমাটির জন্য ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন।

‘যোধা আকবর’ সিনেমায় রাজপুত মহারানী যোধা বাঈয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অসামান্য অভিনয় করেও ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হননি ঐশ্বরিয়া। তবে সিনেমাটি পেয়েছিল ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা নায়ক, সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরা লিরিক্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল এই সিনেমাটি।

তবে শুধু ফিল্মফেয়ার পুরস্কার নয়, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান টিম অ্যাকাডেমি পুরস্কার, জি সিনে পুরস্কারসহ বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ঐশ্বরিয়া।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।