ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

অর্পনা রানী রাজবংশীর রচনায় তিন নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
অর্পনা রানী রাজবংশীর রচনায় তিন নাটক

বরাবরই বক্তব্যধর্মী নাটক লেখেন নাট্যকার অর্পনা রানী রাজবংশী। সারা বছরই নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন তিনি।

তবে বিভিন্ন উৎসব আয়োজনে তার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পায়।

সেই ধারাবাহিকতায় ঈদে তিনটি নাটক লিখেছেন তিনি। নাটকগুলো হলো- ‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘টনিং ম্যান’। নাটক তিনটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।  

নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে আখম হাসান, মৌসুমী হামিদ, তারিক স্বপন, আঁখি চৌধুরী, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকরার চঞ্চল,ফরিদ হোসাইন, প্রমুখ।

নাটকগুলোর প্রসঙ্গে অর্পনা রানী রাজবংশী বলেন, আমি সবসময় বক্তব্যনির্ভর নাটক লেখার চেষ্টা করি। তা ছাড়া উৎসব আয়োজনের নাটকগুলোতেও আনন্দের ছোঁয়া যেন থাকে, সেদিকে খেয়াল থাকে আমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি নাটকগুলো উপভোগ্যই হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।