ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ঈদের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ঈদের নাটক

বীরতুল গ্রামের বাসিন্দা শাহরুখ খান পেশায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হলে সর্ব প্রথম শাহরুখ খানের ডাক আসে।

শাহরুখ খান ভালোবাসে গ্রামের মেয়ে কাজলকে।

সারাদিন কাজে থাকার কারণে রাত হলেই কাজলকে দেখতে মন চায় তার। কিন্তু রাতের বেলায় কাজল বাড়িতে গেলে তার পরিবারের কেউ দেখে ফেললে আর রক্ষা নেই। কীভাবে কী করবে কোনো কিছু ভেবে পায় না। অবশেষে একটা পরিকল্পনায় সফল হন, কিন্তু এতে গ্রামবাসী বিরক্ত হয়ে যায়।  

গ্রামবাসি অতিষ্ট হয়ে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এর রহস্য বের করবে, যেই কথা সেই কাজ। সন্ধ্যা হতেই সবাই পাহারা দেওয়া আরম্ভ করে। দেখা যায় সুরুজ ট্রান্সফরমার থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতেই মুহূর্তের মধ্যে গ্রাম অন্ধকারে ডেকে যায়। শাহরুখ খান পালোয়ানের মতো কাজলর সঙ্গে দেখা করতে যায়, সেখানে গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।  

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনায় এমন গল্পে ‘জ্বালাও প্রেমের বাত্তি’ শিরোনামের একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা মো. ফাহাদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, মৌসুমী হামিদ, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকার চঞ্চল, ফরিদ হোসাইন, ঋকি প্রমুখ।  

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু না কিছু দিতে। প্রেমের বাত্তি কি আদৌতে জ্বালাতে পারবেন কিনা, সেইটা দেখতে হলে অপেক্ষা করতে হবে কবে নাগাদ প্রকাশ পায় নাটকটি সে পর্যন্ত। ’

জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।