সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে কালো পোশাকে র্যাম্পে হেঁটেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। লম্বা কালো কোটের নিচে কালো বডিকন ড্রেসে তাকে দেখতে লাগছিল অসাধারণ।
ল্যাকমে ফ্যাশন উইকে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রের অনুষ্ঠানে শোস্টপার হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী। এই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, একটি লম্বা কালো কোট পরে সামনের দিকে হেঁটে আসছেন তিনি। কিছুটা এগিয়েই তিনি দাঁড়িয়ে পরেন ও লম্বা কোটটি খুলে ফেলে দেন। কোটের ভেতরে থাকা কালো বডিকন ড্রেস পরে আবার সামনের দিকে এগিয়ে চলেন অভিনেত্রী। পেছন পেছন ধাওয়া করেন একঝাঁক ছবিশিকারী।
জাহ্নবীর র্যাম্পে হাঁটার ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ভিডিওটি শেয়ার হতেই নেটিজেনদের একাংশ অভিনেত্রীর হাঁটার স্টাইলের সমালোচনা করেছেন। একজন লেখেন, ‘আসল মডেল কোথায়? ভারতীয় ফ্যাশনে তারকাদের জন্য মডেলরা জায়গা পান না, এটা সত্যি দুঃখজনক। ’
আরেকজন লেখেন, ‘র্যাম্পে শুধুই লাফালাফি করে গেলেন আপনি। ’ অন্য একজন মন্তব্য করে লেখেন, ‘একদম তাল মিলছে না। মনে হচ্ছে কোনও বাচ্চা মেয়ে হিল পরে হাঁটার চেষ্টা করছেন। আপনাকে দেখে একদম মডেল লাগছে না। ’
অভিনেত্রীকে নিয়ে যে শুধু উপহাস করা হয়েছে তা নয়, অনেকেই জাহ্নবীর প্রশংসাও করেছেন। একজন লেখেন, ‘আমি এতদিন নিষ্প্রাণ মেয়েদের র্যাম্পে হাঁটতে দেখে ক্লান্ত হয়ে পরেছিলাম। অবশেষে একজন নায়িকাকে দেখলাম যিনি স্বতঃস্ফূর্তভাবে র্যাম্পে হেঁটে দেখালেন। অন্য একজন লেখেন, ‘আত্মবিশ্বাসী লাগছে। হাঁটার স্টাইল দুর্দান্ত। ’
এদিকে সামনে ‘পেড্ডি’ নামক সিনেমায় কাজ করতে দেখা যাবে জাহ্নবীকে। এই সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন তিনি। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমাতে শিবা রাজ কুমার, দিব্যেন্দু এবং জগপতি বাবুও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান।
এছাড়াও বরুণ ধাওয়ানের সঙ্গে সানি সংস্কারি কি তুলসী কুমারী সিনেমাতেও অভিনয় করবেন জাহ্নবী। শশাঙ্ক খৈতান রচিত ও পরিচালিত এই সিনেমাটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে। এতে সানিয়া মালহোত্রা, রোহিত সারাফ, মানীশ পল এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এনএটি