প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রবিবার (৩০ মার্চ)নিজের প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তাদের শুভেচ্ছা জানানো হয়।
ওই পোস্টে লেখা হয়, অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।
শাকিবের এই শুভেচ্ছাবার্তায় দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই প্রিয় নায়কের পোস্টে পাল্টা শুভেচ্ছাও জানাচ্ছেন।
এবারের ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর একটি ‘বরবাদ’ অন্যটি ‘অন্তরাত্মা’। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।
এদিকে ‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এনএটি