ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের ধারাবাহিক নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ঈদের ধারাবাহিক নাটক

প্রতি ঈদেই টেলিভিশন চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। যেখানে সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। এছাড়াও থাকছে বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি শো, টক শো, গেম শো, লাইভশো, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, বাংলা ছায়াছবি প্রভৃতি বৈচিত্রময় আয়োজন।

প্রিয় পাঠক, এবারে তুলে ধরা হলো ঈদের বিশেষ ধারাবাহিক নাটকের বিষয়ে।  

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট প্রচার হবে বিশেষ ধারাবাহিক মিশন মুন্সীগঞ্জ। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা আফজাল হোসেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ভাবনাসহ অনেকে।

এনটিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক রূপবানের প্রেম। কাব্য হাসানের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন তানিন রহমান। এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসানসহ অনেকে।

আরটিভির পর্দায় ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক এক্সকিউজ মি প্লিজ। এটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার প্রমুখ।

বাংলাভিশনে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট প্রচার হবে বিশেষ ধারাবাহিক নাটক টিম আফ্রিকা। এটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম প্রমুখ।

এছাড়াও রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে আরেক ধারাবাহিক নাটক চার কুতুব। এটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম, মুসাফির বাচ্চু, পাভেল, শামীমা নাজনীন।

বৈশাখীতে ঈদের দিন থেকে ৭ দিন বিকেল ৫টা ১৫ মিনিট প্রচার হবে ধারাবাহিক নাটক ব্লাক মানি। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।

একই চ্যানেলে প্রচার হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে আরেক ধারাবাহিক মানি লোকের মান। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
 
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে আরেক ধারাবাহিক শাশুড়ির বিয়ে। এটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক লন্ডনি জামাই। এটি পরিচালনা করেছেন নির্মাতা আল হাজেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।

এছাড়াও বৈশাখী টিভির পর্দায় রাত ৯টা ২০ মিনিট প্রচার হবে ধারাবাহিক নাটক ট্রাক ড্রাইভার। এটি পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। এতে অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক বিয়ের জ্বালা। এটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন।

এছাড়াও রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক মধুমালা। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছের সকাল আহমেদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।