ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ভুয়া অ্যাকাউন্ট থেকে অসুস্থতার গুজব, যা বললেন ববিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ভুয়া অ্যাকাউন্ট থেকে অসুস্থতার গুজব, যা বললেন ববিতা

কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা)। সোমবার (২১ এপ্রিল) ঢাকাই সিনেমার এই অভিনেত্রী অসুস্থতার কথা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে তার ভক্তদের মাঝে বেশ উদ্বেগ দেখা যায়।  

পরে জানা যায়, অসুস্থ নন ববিতা। মূলত তার নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অপতথ্য ছড়ানো হয়।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই। তিনি বলেন, ‌আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো- এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।

ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ববিতা। বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।

এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসাতেই আছেন। তিনি বলেন, আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।

প্রসঙ্গত, কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। এখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরে ফরিদা আক্তার পপি থেকে ‘ববিতা’ হয় ওঠেন জহির রায়হানের উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’র মাধ্যমে।

বলে রাখা যায়, নায়িকা হিসাবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’। এটি মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট, যেদিন ববিতার মা মারা যান। এতে তার নায়ক ছিলেন রাজ্জাক। আলোচিত সিনেমা ‘টাকা আনা পাই’ ববিতাকে চলচ্চিত্রের শক্ত আসন দিলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা বলা হয় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’কে। এ সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসা অর্জন করেন।  

দীর্ঘ ক্যারিয়ারে ২৫০টির বেশি সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী। স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- ‘অশনি সংকেত’, ‘নিশান’, ‘মন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘মায়ের জন্য পাগল’, ‘টাকা আনা পাই’, ‘স্বরলিপি’, ‘তিনকন্যা’, ‘শ্বশুরবাড়ি’, ‘মিস লঙ্কা’, ‘জীবন সংসার’, ‘লাইলি মজনু’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।