ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

ভারতীয় গায়কে মুগ্ধ শাকিরা, ফিরলেন একই গাড়িতে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, মে ৬, ২০২৫
ভারতীয় গায়কে মুগ্ধ শাকিরা, ফিরলেন একই গাড়িতে!

ফ্যাশন ইভেন্ট মেট গালায় আমন্ত্রণ পেয়েছিলেন ভারতের পাঞ্জাবি গায়ক দিলজিৎ। সেখানে নিজের পোশাকে তুলে ধরেন পাঞ্জাবি সংস্কৃতি।

এদিন তার মাথায় ছিল মণি খচিত পাগড়ি। গলায় গোয়েচা’স-এর রত্নভান্ডার। পরনে সাদা কুর্তা, তেহমত আর হাতে তরবারি।

পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংকে শ্রদ্ধা জানিয়ে রাজকীয় বেশভূষায় মেটগালায় হাজিন হন দিলজিৎ। এর পেছনে রয়েছেন পোশাকশিল্পী প্রবাল গুরুং। আর দিলজিতের এমন সাজপোশাকেই মুগ্ধ বিশ্বজুড়ে খ্যাতিমান পপ গায়িকা শাকিরা।

দিলজিৎ বলেন, ‘ব্ল্যাক ডান্ডিজম’ থিমে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাব থেকে আমার পাগড়ি, আমার সংস্কৃতি এবং আমার মাতৃভাষাকে মেট গালায় নিয়ে এসেছি।

বরাবরই বিদেশের যেখানেই শো করতে যান নিজের সংস্কৃতিকে এগিয়ে রাখেন দিলজিৎ। মেট গালাতেও এর ব্যতিক্রম হয়নি। এদিন বিশেষ করে নজর কাড়ে তার কুর্তার সঙ্গে জুড়ে থাকা লম্বা কাপড়ে লেখা পাঞ্জাবি অক্ষর। মেট গালায় যেন একটুকরো পাঞ্জাবের মাটির গন্ধ ছড়িয়ে দিলেন দিলজিৎ।  

আগেই জানা গিয়েছিল, শাকিরার পাশেই বরাদ্দ করা হয়েছে দিলজিতের আসন। অনুষ্ঠানেও ক্যামেরাবন্দি হল সেই লাখ টাকার মুহূর্ত। একটেবিলে দেখা যায় দুই তারকাকে। শুধু তাই নয়, একই গাড়িতে অনুষ্ঠান থেকেও ফেরেন শাকিরা-দিলজিৎ। সেই ভিডিও ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন শাকিরা নিজেই। সেই ভিডিও নিয়েই তোলপাড় সামাজিকমাধ্যমে।

এর আগে মেট গালার আমন্ত্রণপত্র হাতে একটি ছবি শেয়ার করেন দিলজিৎ। এরপরই নিউ ইর্য়কের হোটেল থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তখনও হাতে ধরা সেই আমন্ত্রণপত্র। সেখানেই মশকরা করে দিলজিতের মন্তব্য, “এর পর থেকে আমাকে কেউ আর বিয়ের কার্ড পাঠাবেন না, কারণ আমি মেট গালার মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে গেছি। তবে অনুষ্ঠানের রিল বানাতে পারব না। কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।