ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘ডাবল টাইমিং’ নিয়ে যা বললেন অহনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মে ৮, ২০২৫
‘ডাবল টাইমিং’ নিয়ে যা বললেন অহনা

হঠাৎ করেই ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে টেলিভিশন অঙ্গনে। তার বিরুদ্ধে মারধর, এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

যেখানে তিনি দাবি করেছেন, শামীম তার সঙ্গে বাজে আচরণ করতেন। এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।

অবশ্য প্রিয়াঙ্কার অভিযোগের পরই সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় উঠে আসে অভিনেত্রী অহনা রহমানের প্রসঙ্গও।

শামীমের দাবি, অভিনেত্রী অহনা ‘ডাবল টাইমিং’ করেছেন। তার কথায়, অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে ‘প্রাক্তন একটা অমানুষ’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও পাঠানো হচ্ছে। এটা খুবই কষ্টদায়ক আমার জন্য। ওই প্রাক্তন অমানুষটা আমি নই।

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে এই অভিনেতা বলেন, অহনা তো নামটা বলতে পারেনি, ওটা মেহেদী হাসান হৃদয়, ‘বরবাদ’ সিনেমার পরিচালক। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনও তার (মেহেদী) সঙ্গে রিলেশন ছিল। এ কারণেই ওর (অহনা রহমান) সঙ্গে আমার সম্পর্ক টিকেনি।

এদিকে শামীমের এমন মন্তব্য নজরে এসেছে অভিনেত্রী অহনার। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছেন তিনি। সেখানে এর জবাব দিয়েছেন অহনা।  

এই অভিনেত্রী বলেন, ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন? আর যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।