‘কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।
বর্তমানে নতুন সিজনের জন্য প্রতিদিনই ‘ব্যাচেলর পয়েন্ট’র চরিত্র হাবু (চাষি আলম), জাকির (পাভেল), পাশা-শিমুল (মারজুক রাসেল-শিমুল শর্মা)-দের চরিত্রগুলো মজার মজার প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হচ্ছে। তেমনই একটি ভিডিওতে নির্মাতে উদ্দেশ্য করে কথাগুলো বলেন পলাশ।
মূলত নাটকটিতে কাবিলার প্রেমিকার হিসেবে উপস্থাপন করা হয় রোকেয়াকে। তবে চরিত্রটি বরাবরই রয়ে গেছে পর্দার আড়ালে। ইতোমধ্যেই নির্মাতা জানিয়েছেন দর্শক চাহিদার কথা বিবেচনা করে নতুন সিজনে রোকেয়া চরিত্রকে পর্দায় দেখানো হবে। তবে কে সেই রোকেয়া, তা পরিস্কার করেননি।
এদিকে, বিষয়টি নিয়ে প্রমোশনাল ভিডিওতে নির্মাতা ও পলাশ কথা বলেছেন। সেখানে নির্মাতার অমির কাছে কাবিলা জানিয়েছেন, তিনি দেশ-বিদেশে গেলে দর্শকরা তার কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশীরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন!
এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে! উত্তরে নির্মাতা বলেন, হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?
পাল্টা জবাবে কাবিলা বলেন, আমি আছি তো ভাইয়া। শিখিয়ে নেব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া? অমি প্রশ্ন রাখেন, রোকেয়াকে আনলে ইভার কি করবো? দুইটি চরিত্র কিভাবে থাকবে?
উত্তরে কাবিলা বলেন, আমি আছি না! কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট তো বেশি। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।
প্রসঙ্গত, ইতোমধ্যেই শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। আর কদিন পরেই নতুন সিজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে। এরপর একাধিক অনলাইন প্ল্যাটফর্মেও দেখা যাবে নাটকটি।
এনএটি