ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নতুন রূপে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যা বললেন পারসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জুন ২৪, ২০২৫
নতুন রূপে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যা বললেন পারসা পারসা ইভানা

ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার নিউ ইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।

তাই বর্তমানে অভিনয়ে দেখা মিলছে না তার।

বিষয়টি নিয়ে শুধু দর্শক নয়, পারসাকেও আলোড়িত করছে ভেতর থেকে। এ কারণেই প্রবাস থেকেও নিজের গভীর উপলব্ধির কথা শেয়ার করলেন সামাজিকমাধ্যমে।  

নিজের ফেসবুকে পারসা লেখেন, আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূরদেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য; যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি।

নতুন রূপে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন পারসা। তার কথায়, জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সকল দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক স্কট দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অভিনেতাদের গাইড করছেন। অনলাইনে জুম প্ল্যাটফর্মে পারসা অডিশন দিয়ে যুক্তরাষ্ট্রে যান।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।