ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে আলাপে আলাপে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জানালেন, তিনি মা হতে চান এবং সেটা ৫ বছরের মধ্যেই!
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের নতুন টক শো নিয়ে হাজির হচ্ছে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকছেন জায়েদ খান।
এই অনুষ্ঠানে জায়েদ খানের অতিথি হিসেবে হাজির ছিলেন তানজিন তিশা। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জান। উত্তরে তিশা বলেন, তিনি মা হতে চান।
টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো। ’
তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই। ’
এছাড়াও অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়েদ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তানজিন তিশা। এমনকি, জায়েদ খানকে পাল্টা বিয়ের প্রশ্ন করলেন অভিনেত্রী। সেটিরও মজার উত্তর দিলেন সঞ্চালক জায়েদ খান।
এনএটি