ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, জুলাই ৮, ২০২৫
নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা। এক ডকুমেন্টারির মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের কিছু অদেখা মুহূর্ত দর্শকের সামনে তুলে ধরেছিলেন তিনি।

‘নয়নতারা : বিয়ন্ড দ্য ড্রিমস’ শিরোনামে ডকুমেন্টারি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়।

এরপর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে প্রজেক্টটি। ডকুমেন্টারিতে অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা ধানুশ। সেই কাণ্ডের পর আবারও নতুন বিতর্কে জড়িয়েছে নয়নতারার ডকুমেন্টারিটি।

এবার অভিযোগ উঠেছে, এতে অনুমতি ছাড়াই ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে।

একাধিকবার আইনি নোটিশ পাঠিয়ে ডকুমেন্টারি থেকে কিছু দৃশ্য মুছে ফেলার জন্য বলা হলেও নয়নতারা ও তার টিম সেসব চিঠিকে গুরুত্ব দেয়নি। আর তাই এবার নয়নতারা ও তার ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে ‘চন্দ্রমুখী’ সিনেমার স্বত্বাধিকারী এপি ইন্টারন্যাশনাল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আদালত ‘চন্দ্রমুখী’ সিনেমার ফুটেজ ডকুমেন্টারি থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজকে বলা হয়েছে, তারা এই ডকুমেন্টারির মাধ্যমে কত আয় করেছে তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে হবে।

এ ব্যাপারে এখনো পর্যন্ত নয়নতারা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।