ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন গান নিয়ে হাজির বেলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুলাই ৯, ২০২৫
নতুন গান নিয়ে হাজির বেলী বেলি আফরোজ

বর্তমান সময়ের অন্যতম গায়িকা বেলি আফরোজ। স্টেজ শোতে দর্শক-শ্রোতাদের মাতানোর কৌশল তার রপ্ত।

তাই বছরের পুরোটা সময় বিভিন্ন লাইভ কনসার্ট ও টিভি শো নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে সময় সুযোগ বুঝে মৌলিক গানও প্রকাশ করে থাকেন তিনি।

‘পাওয়ার ভয়েজ’খ্যাত এই গায়িকা এবার  নতুন একটি মৌলিক গানের ভিডিও নিয়ে হাজির হলেন দর্শক-স্রোতাদের সামনে। আর নতুন এ গানটির শিরোনাম ‘আমায় ঠকাইলে’। এআর রাব্বির কথায় গানটির সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।  

ইয়াসির আরাফাত পরিচালনায় গানটির ভিডিওতে বেলি আফরোজের সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান। সম্প্রতি ‘আমায় ঠকাইলে’ গানটি বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে মুক্তি পেয়েছে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।  

নতুন গান প্রসঙ্গে বেলি আফরোজ বলেন, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভালো কাজের সঙ্গে থাকার। দর্শক-শ্রোতাদের ভালো বাংলা গান উপহার দিতে চাই সবসময়। এরই ধারাবাহিকতায় নতুন গানটি প্রকাশ করা। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি করা। গানটির কথা, সুর ও সঙ্গীত খুব ভালো লেগেছে। আমিও আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। গান ও ভিডিও দুটিই দর্শক-শ্রোতারা পছন্দ করবে আশা করি।

উল্লেখ্য, সবশেষ কিংবদন্তি শিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামে ডুয়েট গান-ভিডিও প্রকাশ করেছিলেন বেলি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।