বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পেল নেপালি সিনেমা। রোমান্টিক কমেডি ‘মিসিং’ সিনেমাটি আজ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।
স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখা (এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা)-তে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন সিনেমার কেন্দ্রীয় অভিনেতা নাজির হুসেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় নেপালের ঐতিহ্যবাহী পোশাকে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ ফুল দিয়ে অভিনন্দন জানান নাজির ও তার সফরসঙ্গীদের। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ঢাকায় আসার অনুভূতি ব্যক্ত করেন নাজির।
প্রিমিয়ারে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র গুচান, প্রযোজকসহ আরও অনেকে। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আলোচিত সিনেমা ‘ন ডরাই’-এর পরিচালক তানিম রহমান অংশু, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফারসহ সিনেমাটির কলাকুশলীরা।
২০২৩ সালে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেওয়ার পরও বাংলাদেশের হলে শুধুমাত্র ভারতীয় সিনেমাগুলোই মুক্তি পেয়েছিল। এবার প্রথমবারের মতো সেই তালিকায় যুক্ত হলো নেপাল।
সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে স্টার সিনেপ্লেক্স। এর বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে ‘ন ডরাই’, যেটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সই।
নেপালি সিনেমা ‘মিসিং’ এর গল্প সংক্ষেপে দেখা যায়, বন্ধুদের চাপে পড়ে এক যুবক ডেটিং অ্যাপে বানানো প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সেখানে ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড। অপহরণ দিয়ে শুরু হলেও শেষ হয় প্রেমে। সিনেমাটি রোমান্স আর কমেডির রসায়নে নির্মাণ করেছেন দীপেন্দ্র গুচান।
এনএটি