ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

বিনোদন

অভিনেত্রীর গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুলাই ৩০, ২০২৫
অভিনেত্রীর গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু

ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

জানা যায়, গেল শুক্রবার (২৫ জুলাই) মধ্যরাতে আসাম রাজ্যের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি পৌর কর্পোরেশনের কর্মচারী সামিউল হক ওই এলাকায় রাস্তার লাইট মেরামতের কাজ করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি তাকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন তিনি।  

প্রত্যক্ষদর্শীদের মতে, নন্দিনী ঘটনার সময় ঘণ্টায় ১২০ কি.মি. বেগে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিনেত্রী। এসময় অন্য কর্মীরা তার গাড়িকে অনুসরণ করেন। শেষ পর্যন্ত তিনি কাহিলীপাড়া অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রবেশ করেন।

কাহিলীপাড়ায় পৌঁছালে মিউনিসিপ্যালের একজন ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং যিনি দুর্ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করেন।  

আহত সামিউল হককে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার উভয় পা কেটে ফেলতে হয় এবং তার হাতে ও ঊরুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে অবস্থার অবনতি হলে অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই লাইফসাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান সামিউল হক।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।