ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

‘ডার্লিং’ সম্বোধন, সৎ মেয়ে সারার জন্মদিনে যা বললেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, আগস্ট ১২, ২০২৫
‘ডার্লিং’ সম্বোধন, সৎ মেয়ে সারার জন্মদিনে যা বললেন কারিনা

সম্পর্কে সৎ মা হলেও সাইফ আলি খানের প্রথম দুই পক্ষের সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক অভিনেত্রী কারিনা কাপুর খানের। যে কোনও উৎসব অনুষ্ঠানে নবাব বাড়ির সবাই একফ্রমে ‘হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন।

সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক কারিনার। এবার সৎ মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন পোস্ট কারিনার।

সাইফ-কারিনা দম্পতির দুই সন্তান জেহ এবং তৈমুর। সুপারস্টার নবাবের আগের পক্ষের ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা। সেই প্রেক্ষিতে জেহ এবং তৈমুরের বড় বোন সারা আলি খান। অভিনেত্রীকে বড় বোনের মতোই মানেন বাকি তিন ভাই। ভাইফোঁটা, রাখি হোক কিংবা পরিবারের কারও জন্মদিন, সারা পৌঁছে যান বান্দ্রার শদগুরু সরণে। সৎ ভাইদের সঙ্গে তার খুনসুটির মুহূর্ত একাধিকবার অনুরাগীদের মন জয় করেছে।

এদিকে পরিবারের বড় সন্তান অর্থাৎ একমাত্র কন্যা সারার জন্মদিনে সৎ মায়ের পক্ষ থেকে এলো দারুণ শুভেচ্ছাবার্তা। সাইফকে পাশে নিয়ে দুই সৎ সন্তান সারা-ইব্রাহিমের সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করেছেন কারিনা। সাদাকালো ফ্রেম হলেও সেই ছবিতে নজর কাড়ল সৎ মা কারিনার সঙ্গে তাদের মিষ্টি রসায়ন।

ছবির ক্যাপশনে সারা আলি খানকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন করিনা। এই অভিনেত্রী লেখেন, শুভ জন্মদিন ডার্লিং সারা। জীবনের সেরা জন্মদিন কাটাও। অনেকটা ভালোবাসা রইল।

১৯৯৫ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন সাইফ-অমৃতার প্রথম সন্তান সারা আলি খান। চলতি বছর ৩০-এ পা দিলেন নবাবকন্যা। বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত মুখ তিনি।

সারা আলি খানের সঙ্গে সৎ মা কারিনা কাপুর খানের সম্পর্ক কেমন? বলিপাড়ায় অনেক জল্পনাই শোনা যায়। কিন্তু নবাব পরিবার ঘনিষ্ঠরা জানেন, কারিনা এবং সারা দু’জনেই বুদ্ধিমতী। ওরা জানেন কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়।

এ প্রসঙ্গে বছর খানেক আগে নবাবকন্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কারিনা ভীষণ পেশাদার এবং যেভাবে নিজের কাজ আর ব্যক্তিগত জীবন ব্যালেন্স করে চলেন, সেটা শেখার মতো। উনি আমাকে মাঝেমধ্যে নানা পরামর্শ দেন এবং আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি।

কারিনার পরামর্শ মেন চলার কারণ হিসেবে সারা বলেছিলেন, উনি সফল অভিনেত্রী। আমাদের সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণ। তার নেপথ্যে অবশ্য কারণ আছে। প্রথমত, কারিনা কোনওদিন আমার মা হয়ে ওঠার চেষ্টা করেননি এবং বাবাও কখনও জোর করে আমাদের ওপর সম্পর্কটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।