ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মডেলিং থেকে অভিনয়, বহুমাত্রিক যাত্রায় সিনথিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, আগস্ট ২৮, ২০২৫
মডেলিং থেকে অভিনয়, বহুমাত্রিক যাত্রায় সিনথিয়া

বছর পাঁচেক আগে শখের বসেই শোবিজে নাম লেখান আদ্রিজা আফরিন সিনথিয়া। শুরুটা ছিল ফ্যাশন মডেলিং দিয়ে।

বর্তমানে একাধারে তিনি অভিনয়শিল্পী ও মডেল হিসেবে কাজ করছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘দেনা পাওনা’ তে অভিনয় করছেন সিনথিয়া। এতে তাকে দেখা মিলবে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র ‘ছোট বউ’র ভূমিকায় দেখা।

এদিকে তাকে দেখা যাবে ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’-এ। এটি আসছে অক্টোবর থেকে এটিএন বাংলায় প্রচার হবে। এর আগেও ‘ভুল’ ও ‘আপন’ নাটকেও অভিনয় করেছেন তিনি।

ছোট ও বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত র‍্যাম্পে হাঁটছেন সিনথিয়া। আনজারা ব্রাইডেল শুটসহ সোইবুনা ফ্যান্সি বিউটি কনসেপ্ট ও ডাজিল বাই সনিয়া ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। দেখা গেছে ‘যতন করে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে।  

এক মাধ্যম নয়, নিজেকে বহুমাত্রিকভাবে বিকশিত করাকেই প্রাধান্য দেন সিনথিয়া। তার ভাষায়, একটি মেয়ে নিজেকে একটি মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বিকশিত করা উচিৎ। যেমন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে নানা ধরণের কাজ করে যাচ্ছি।

ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজের দিকে মনোযোগী হচ্ছেন সিনথিয়া। নিজেকে আরও পরিপূর্ণ করে গড়ে তোলার জন্য ইতোমধ্যে নিয়মিত চর্চা শুরু করেছেন তিনি।

ইতোমধ্যেই শোবিজের বিভিন্ন অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছেন। এরমধ্যে রয়েছে- গ্রিনলিফ অ্যাওয়ার্ড, মিরর ওটিটি অ্যাওয়ার্ড, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।