ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন করে মামলা করলেন জ্যাকসনের বাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, ডিসেম্বর ৪, ২০১০
নতুন করে মামলা করলেন জ্যাকসনের বাবা

ছেলের মৃত্যুরহস্যের জট খুলতে লস অ্যাঞ্জেলেস আদালতে নতুন করে মামলা করলেন মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন। আগের মামলাটিতে অনেক ভুল ছিল, এমন একটি বিশ্বাস থেকেই তিনি এ মামলাটি করেছেন।



তিনি নতুন করে মামলা করলেন প্রয়াত সঙ্গীত শিল্পীর চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে। ডা. কনরাড জ্যাকসনের ওপর অতি উচ্চক্ষমতাসম্পন্ন বেদনানাশক ওষুধ প্রপোফল প্রয়োগ করেছিলেন ২০০৯ সালে। আর এর ফলেই মৃত্যু ঘটে বিশ্বখ্যাত পপ সম্রাটের।

এই ওষুধের বিষক্রিয়ায় জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে নতুন মামলায় কনরাডকে অভিযুক্ত করা হয়েছে।

জ্যাকসনের বাবার অভিযোগ, ডা. কনরাড এই ওষুধটি অতিরিক্ত পরিমাণে কিনেছিলেন। কিন্তু কর্তৃপক্ষের ভাষ্য, একজন চিকিৎসক হিসেবে কনরাডের সেই ওষুধ কেনার অনুমতি রয়েছে। আদালতের ভাষ্যমতে, লস অ্যাঞ্জেলেসের অ্যাপলাইড ফার্মেসি সার্ভিসেস জ্যাকসনের মৃত্যুর একমাস আগে এই ওষুধ বিক্রি করেছিল অতিরিক্ত পরিমাণে।

জো এর আগে মামলা করেছিলেন ফেডারেল আদালতে। কিন্তু বিচারকরা সেই মামলা প্রাদেশিক আদালতে দায়ের করার জন্যে নির্দেশ দেন।

ডা. কনরাডকে নতুন বছরের প্রথম দিনটিতেই লস অ্যাঞ্জেলেস আদালতে হাজির হতে হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।